কথায় কথায় বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! কেন্দ্রীয় নির্মাণ সংস্থাকে কড়া চিঠি ক্ষুব্ধ সিকিমের
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: সড়ক যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক ঘনঘন বন্ধ থাকায় ক্ষুব্ধ সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন দপ্তর। শুক্রবার জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনকে (এনএইচআইডিসিএল) কড়া ভাষায় চিঠি লিখে ক্ষোভের কথা জানান সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও। তিনি খোলাখুলি অভিযোগ করেন, ছোটখাটো কাজের জন্যও গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক বন্ধ রাখা হচ্ছে। একবার নয়, বারবার। এর ফলে সিকিমের পর্যটন ভিত্তিক অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ছে। তিনি জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনকে ট্র্যাফিক আপডেট, ডাইভারশন এবং সড়ক বন্ধ হয়ে গেলে মেরামতের আনুমানিক সময়সীমা সম্পর্কে জানাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ তৈরির পরামর্শ দিয়েছেন।
সিকিম রাজ্য সরকারের এমন কঠোর মনোভাবে খুশি ট্যুর অপারেটর এবং পর্যটক মহল। তাদের কথায়, ছোটখাটো মেরামতের জন্যও জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। এর ফলে ঘুরপথে যাতায়াত করতে গিয়ে পর্যটকদের যেমন বেশি খরচ হচ্ছে। তেমন শিলিগুড়ি থেকে গ্যাংটকে পৌঁছাতে বেশি সময় লাগছে। তাদের কথায়, সিকিম রাজ্য সরকার নড়েচড়ে বসায় এখন দেখার পরিস্থিতি পালটায় কিনা।