• কালীপুজোর রাতে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় মারধর! গ্রেপ্তার প্রতিবেশী যুবক
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: কালীপুজোর রাতে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার অভিযোগ। বাধা দেওয়ায় মারধর। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে পালিয়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন বৃদ্ধা। ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকাতে। ২৮ বছরের প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযুক্তের ফাঁসির সাজা চেয়ে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার।

    ধৃতের নাম নির্মল ভুজেল। সে জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকাতে। অভিযোগ কালীপুজোর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃদ্ধার উপর চড়াও হয় অভিযুক্ত। অভিযোগ উঠেছে, বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। বৃদ্ধা বাধা দেওয়ায় অভিযুক্ত মারধর করে। ঘটনাস্থল থেকে কোনওমতে পালিয়ে যান বৃদ্ধা। জখম মহিলা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”

    জখম মহিলার ছেলে রাজেশ তামাং জানিয়েছেন, যুবক এর আগেও এক নাবালিকাকে ধর্ষণের দায়ে জেল খেটেছেন। তিনি বলেন, “অভিযুক্ত ৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন জেল খেটেছে। এক দেড় বছর আগেই জেল থেকে ছাড়া পায় ওই যুবক। মা পালিয়ে পাশের গ্রামে গেলে প্রাণে বেঁচেছেন। এবার আমরা ওর যাবৎজীবন সাজা বা ফাঁসি চাই।
  • Link to this news (প্রতিদিন)