‘খড়্গ মুখ্যমন্ত্রীর হাতেই মানায়’, শুভেন্দুর মন্তব্যের পালটা দিলেন রচনা
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
সুমন করাতি, হুগলি: বঙ্গে এবার খড়্গ রাজনীতি! কালীপুজোর মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীকে পালটা দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মা কালীর খড়্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মানায়। শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ নিয়ে তাঁর সাফাই, কুমন্তব্য হলে তখন মহিলারা তাড়া করবেই।
বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। মানুষের কাছে পৌঁছনোর চেষ্টায় কোনও খামতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পাণ্ডুয়ার রচনা বলেন, “মায়ের খড়্গ একজনের হাতে রয়েছে। তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গ তাঁর হাতেই মানায়।”
কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিভিন্ন এলাকায় বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী। স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। মহিলাদের তাড়া খেয়েছেন তিনি। সেই প্রসঙ্গে রচনা বলেন, “কোনও কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তাড়া করবেই। মা কালীর হাতেও খাড়া রয়েছে। এবার মাকালীও দৌড়বে তাঁর পেছনে।”
মঙ্গলবার পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলা তলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, “প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। এখনও পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি। সবাই ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক।”
অন্যদিকে কালীপুজোর রাতে শব্দ দানবের দৌরাত্ম্য দেখেছে হুগলি। বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, “বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত। অনেক বড় বড় অট্টালিকার মতো মণ্ডপ হয়। যারা আতশবাজি পোড়াচ্ছেন, বিক্রি করছেন তাদের সকলকে সতর্ক থাকা উচিত।”