• কালীপুজোর রাতে কসবায় বিশেষভাবে সক্ষম যুবককে মারধর মদ্যপ দুষ্কৃতীদের! দায়ের অভিযোগ
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • অর্ণব আইচ: কালীপুজোর রাতে মদ্যপ দুই দুষ্কৃতীর হাতে আক্রান্ত স্থানীয় যুবক। রাস্তায় ফেলে বেধড়ক মারধর বিশেষভাবে সক্ষম যুবককে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর কাকাও। দুই দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে আক্রান্ত যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।

    আক্রান্ত যুবকের নাম মঙ্গল হালদার। তিনি কসবার যোগেন্দ্র গার্ডেন এলাকার বাসিন্দা। সোমবার তিনি দেখেন, তাঁর বাড়ির সামনেই কালীপুজোর আয়োজন করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কারা এই আয়োজন করেছে? পুজোর জন‌্য কোনও অনুমতি নেওয়া হয়েছে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তখনই এলাকার কয়েকজন ব‌্যক্তির সঙ্গে তাঁর গোলমাল বাধে। প্রথমে বচসা হয়। অভিযোগ, তারপর তাঁকে রাস্তার মারধর করা হয়। তাঁর চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই তরুণের কাকা বলরাম হালদার। ভাইপোকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন।

    আরও জানা গিয়েছে, আক্রান্ত যুবক জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িত। তাঁকে পুজো করতে বারণ করেছেন দুই দুষ্কৃতী। স্থানীয়দের দাবি এলাকায় অসমাজিক কাজ করে ওই দুষ্কৃতীরা। প্রতিবাদ করলেও তাঁরা শোনেন না বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)