• উপত্যকায় কৌশল বদলাচ্ছে জঙ্গিরা, জম্মুতে প্রতিদিন ১২০টি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী
    এই সময় | ২২ অক্টোবর ২০২৫
  • ৩৭০ ধারা রদের পর থেকে ধীরে ধীরে শান্ত হয় উপত্যকা। কিন্তু পহেলগামের জঙ্গি হামলা সব কিছু ওলটপালট করে দিয়েছে। ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিদিন প্রায় ১২০টি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সীমান্তে নজরদারি চালাচ্ছে সেনাও।

    পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ঘাঁটি গাড়ছে জম্মুর পাহাড়ি এলাকায়। এমনটাই মনে করেন জম্মুর পুলিশ প্রধান ভীম সেন তুটি। তাঁর কথায়, ‘গত দুই বছর ধরে বিদেশি জঙ্গিদের মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’ এর পরেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি, ‘প্রতিদিন জম্মুতে প্রায় ১২০টি সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়। এটা এখন প্রতিদিনের রুটিন।’

    প্রতিদিন ১২০টি অভিযান মানে মাসে ৩,৬০০টি এবং বছরে প্রায় ৪৪,০০০টি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ২০২১-এর আগে জম্মু থেকে সন্ত্রাসী কার্যকলাপের খবর খুব একটা শোনা যেত না। অভিযানের মূল ফোকাস ছিল কাশ্মীর উপত্যকায়। সেখানে এখনও লাগাতার অভিযান চলছে। বিশেষ করে এপ্রিলে পহেলগামে হামলার পরে তা আরও বাড়ে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিরাপত্তা বাহিনীর চোখ এড়াতে জঙ্গিরা এখন জম্মুর পাহাড়ে ঘাঁটি গাড়তে শুরু করেছে।

    ওয়াকিবহাল মহলের মতে, উপত্যকায় কৌশল বদলাচ্ছে জঙ্গিরা। অবস্থান বদলে জম্মুর পাহাড়, জঙ্গলে ঘাঁটি গাড়ছে তারা। তার পরে গেরিলা কায়দায় ঝাঁপিয়ে পড়ছে সেনা এবং সাধারণ মানুষের উপরে। তবে জম্মুর পুলিশ প্রধানের দাবি, ধারাবাহিক অভিযানে খুব শীঘ্রই জম্মুর উঁচু পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে সক্ষম হবে নিরাপত্তা বাহিনী।

    অন্য দিকে, পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতেই যে জঙ্গি অনুপ্রবেশ চলছে, সেই বিষয়ে নিরাপত্তা বাহিনী একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, মুজাহিদ ব্যাটেলিয়নের পাশাপাশি হিজবুল মুজাহিদিন, জৈশ‑ই‑মহম্মদ ও লস্কর‑ই‑তৈবার প্রায় ১১৫ জন পাকিস্তানি জঙ্গি এখনো জম্মু‑কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে সক্রিয়। সূত্রের দাবি, ৭০ থেকে ৭৫ জন জঙ্গি রয়েছে কাশ্মীর উপত্যকায়। ৬০ থেকে ৬৫ জন জঙ্গি জম্মু, রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে ছড়িয়ে রয়েছে।

  • Link to this news (এই সময়)