নয়াদিল্লি: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিন্দুর চালিয়ে ভারত শুধু ধর্মনিষ্ঠা পালন করেনি, একইসঙ্গে অবিচারের প্রতিশোধ নিয়েছে। দীপাবলি উপলক্ষ্যে মঙ্গলবার দেশবাসীকে লেখা খোলা চিঠিতে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এপ্রসঙ্গে মহাকাব্যের প্রভু রাম চরিত্রকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন তিনি। চিঠিতে উঠে এসেছে অযোধ্যার রামমন্দির, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের সাফল্য থেকে জিএসটি সংস্কার সহ বিভিন্ন প্রসঙ্গ।
মোদি লিখেছেন, ‘অযোধ্যায় সুবিশাল রামমন্দির নির্মাণের পর এটা দ্বিতীয় দীপাবলি। প্রভু শ্রীরাম আমাদের ধর্মনিষ্ঠা পালনের শিক্ষা দেন। একইসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস দেন তিনি। কয়েক মাস আগে অপারেশন সিন্দুরের সময় আমরা তারই জ্বলন্ত উদাহরণ দেখেছি।’ পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সরকারের সাফল্যের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘এবারের দীপাবলি অন্য একটি কারণেও বিশেষ গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত কিছু জেলায় এবারই প্রথম প্রদীপ জ্বলল। এই জেলাগুলি থেকে মাওবাদ এবং মাওবাদী সন্ত্রাস নির্মূল করা হয়েছে। সম্প্রতি বহু মানুষকেই হিংসার রাস্তা ছেড়ে সমাজের মূল স্রোতে যোগ দিতে দেখেছি আমরা। দেশের কাছে এটা বড় সাফল্য।’ প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘বিশ্বব্যাপী চলা বিভিন্ন সংঘর্ষের আবহে ভারত স্থায়িত্ব ও সংবেদনশীলতার প্রতীক হয়ে উঠেছে। আমরা অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে এগোচ্ছি। বিকশিত ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এই যাত্রায় আমাদের প্রাথমিক কর্তব্য হল দেশের প্রতি দায়িত্বগুলি পালন করা। ঐতিহাসিক সব সাফল্যের মধ্যেই সম্প্রতি পরবর্তী প্রজন্মের সংস্কারের পথে যাত্রা শুরু করেছে দেশ। নবরাত্রির প্রথম দিনে জিএসটির হার কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে মানুষের কয়েক হাজার কোটি টাকা সঞ্চয় হচ্ছে।’ দীপাবলিতে সৌভ্রাতৃত্ব, সহযোগিতা ও ইতিবাচক মানসিকতার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।