সাসারাম: মাস ফুরোলেই বিধানসভা নির্বাচন বিহারে। মনোনয়ন পর্ব প্রায় শেষের পথে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের পরেই গ্রেপ্তার করা হল সাসারামের আরজেডি প্রার্থী সত্যেন্দ্র শাহকে। ২০০৪ সালে ঝাড়খণ্ডের গারহাওয়া জেলার চিরনজিও মোড়ে একটি ব্যাঙ্ক ডাকাতি মামলায় তাঁর নাম জড়িয়েছে। এই মামলা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না সত্যেন্দ্রর সমর্থকরা। মঙ্গলবার লালুপ্রসাদ যাদবের দলের এই প্রার্থীকে ধরতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয় ঝাড়খণ্ড পুলিশ। রোহতাস জেলার এক পুলিশ আধিকারিক বলেন, ‘সাসারাম কেন্দ্র থেকে সত্যেন্দ্র মনোনয়ন পেশ করবেন জানার পরেই সেখানে হাজির হয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ড পুলিশের আধিকারিকরা। তাঁকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়। মনোনয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পরেই গ্রেপ্তার করা হয় সত্যেন্দ্র শাহকে।’ সদর থানার ওসি সুনীল তিওয়ারি বলেন, ‘চুরির মামলায় ২০১৮ সালে সত্যেন্দ্রর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্র আইন ভঙ্গ সহ মোট ২০টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।’