বিজেপির হুমকিতে মনোনয়ন প্রত্যাহার তিন প্রার্থীর, অভিযোগ পিকের
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
পাটনা: বিহারে বিধানসভা ভোটে পরাজয় আসন্ন বুঝে বিরোধী প্রার্থীদের মনোনয়ন তুলতে চাপ দিচ্ছে বিজেপি। মঙ্গলবার এই অভিযোগ করলেন প্রশান্ত কিশোর। জন সুরাজ পার্টি গড়ে বিহারের বিধানসভা ভোটে ভাগ্য পরীক্ষায় নেমেছেন ভোট কৌশলী পিকে। নিজে প্রার্থী না হলেও ২৪৩টি কেন্দ্রে প্রার্থী দেয় পিকের দল। এরমধ্যে জন সুরাজ পার্টির তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এই প্রত্যাহারের জন্য বিজেপিকেই দুষেছেন তিনি। মঙ্গলবার পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এনডিএ এখন হেরে যাওয়ার ভয় পাচ্ছে। তাই তারা বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে। তাঁর কথায়, ‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সারা দেশে এমন নজির নেই।’ দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালগঞ্জের দলীয় প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিজেপির উপর বেজায় ক্ষুব্ধ পিকে। তাঁর অভিযোগ, ‘বিজেপি এখন বিহারে সুরাত মডেল প্রয়োগ করতে চাইছে। সুরাতে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। বিজেপি বুঝতে পারেনি এরজন্য সারাদেশের ভোটাররা তাদের শাস্তি দেবে। এজন্যই লোকসভা ভোটে তাদের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৪০।’