চলছে প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন, ভিড় নিয়ন্ত্রণে দিশাহারা রেল
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎসবের মরশুমে প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। প্রধানত দীপাবলি এবং ছটপুজোর কথা মাথায় রেখে সারা দেশেই এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কিন্তু হাজার হাজার স্পেশাল ট্রেন চালানো হলেও সেখানে ভিড় নিয়ন্ত্রণের বিশেষ কোনও ব্যবস্থাই করতে পারছে না কেন্দ্রের মোদি সরকার। অভিযোগ, স্পেশাল ট্রেনগুলিতে ঠাসাঠাসি ভিড়ে গন্তব্যে পৌঁছতে গিয়ে অনেক সময়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে। বিভিন্ন স্টেশনে ভিড় সামলানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে মন্ত্রক। কিন্তু প্রধানত উৎসব স্পেশাল ট্রেনগুলিতে ‘ক্রাউড ম্যানেজমেন্ট’ নিয়ে দিশাহারা হয়ে পড়েছে রেল বোর্ড।
রেলমন্ত্রকের তথ্যই বলছে, গত ১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সময়ে শুধুমাত্র স্পেশাল ট্রেনেই চেপেছেন এক কোটিরও বেশি যাত্রী। প্রতিদিন গড়ে ৪ লক্ষ ২৫ হাজার। এত যাত্রীকে নিরাপদে সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার মতো পরিকাঠামো রেলের কাছে আদৌ আছে তো? এই প্রশ্নকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র জল্পনা। এই ব্যাপারে রেলমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে স্পেশাল ট্রেনের ভিড় নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করে রেলমন্ত্রকের এক মুখপাত্র ‘বর্তমান’কে জানিয়েছেন, ‘সাধারণ যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা হচ্ছে না। অসংরক্ষিত শ্রেণির যাত্রীদের জন্য বিভিন্ন স্টেশনে যেসব প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে, সেখানে সুষ্ঠু বন্দোবস্ত রাখা হয়েছে। যেহেতু একই গন্তব্যে একাধিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, তাই একটিই ট্রেনে ওঠার জন্য যাত্রীরা যাতে তাড়াহুড়ো না করেন, তাও দেখা হচ্ছে। কোনও স্পেশাল ট্রেনের অসংরক্ষিত কামরায় ভিড় হয়ে গেলে অন্য যাত্রীদের পরের ট্রেনে ওঠানো হচ্ছে।’ রেলমন্ত্রকের অভিযোগ, ‘মোদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পুরোনো ছবি ব্যবহার করা হচ্ছে।’ মন্ত্রকের পক্ষ থেকে যতই সাফাই দেওয়া হোক না কেন, রেল যাত্রীদের বাস্তব অভিজ্ঞতা এর সঙ্গে মিলছে না। ফলে বিভিন্ন সময় রেল কর্মীদের কাছে এই সংক্রান্ত গুচ্ছ গুচ্ছ অভিযোগও দায়ের হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য গত কয়েকদিনে একাধিকবার দিল্লির আনন্দবিহার এবং নিউদিল্লি রেলওয়ে স্টেশনে যাত্রী ভিড় ও তা সামাল দেওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেছেন। মঙ্গলবার সন্ধ্যাতেও বৈষ্ণব নিউদিল্লি স্টেশনে গিয়েছেন। উৎসব স্পেশাল ট্রেনে না চাপলেও এদিন নিউদিল্লি থেকে পাটনাগামী একটি অমৃত ভারত এক্সপ্রেসে ওঠেন রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গেও কথা বলেন। তবে সাধারণ যাত্রীদের প্রশ্ন, ১২ হাজার স্পেশাল ট্রেনের অন্তত একটিতে উঠেও কি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী?