চেন্নাই: ভারী বৃষ্টিতে দীপাবলির উৎসবে কিছুটা ভাটা পড়েছে চেন্নাইয়ে। তবে বৃষ্টি থেকে এখনই রেহাই নেই তামিলনাড়ুবাসীর। দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার আট জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি জেলাশাসকদের ত্রাণ সামগ্রী সরবরাহ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রামনাথপুরম, পুদুকোট্টা, তাঞ্জাভুর, তিরুভাল্লুর, ভিল্লুপুরম, কোড্ডালুরু, নাগাপট্টিনাম এবং মালিয়াদুথুরাই জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অপরদিকে চেন্নাই, তিরুনেলভালি ও কাঞ্চিপুরমের মতো জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। গত রবিবার থেকে চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলীয় জেলায় বৃষ্টি শুরু হয়েছে।