• রাষ্ট্রপতি ভবনের কাছে আগুন
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দীপাবলির পরদিনই দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কাছে আগুন। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে আগুন বড় না হওয়ায় দমকলকর্মীরা তা দ্রুত নিভিয়ে ফেলেন। এদিন দুপুর ১টা ৫০মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছে নর্মদা আবাসনে আগুন লাগে। দিল্লি পুলিশ ও দমকল অবশ্য ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় কেউ হতাহত হননি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)