• ছেলের মৃত্যুর ঘটনায় বিপাকে পাঞ্জাবের প্রাক্তন পুলিশকর্তা, দায়ের মামলা
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়: পাঞ্জাবে পুলিশকর্তার ছেলে মৃত্যুর ঘটনায় নয়া মোড়। কাঠগড়ায় স্বয়ং প্রাক্তন ডিজিপি মহম্মদ মুস্তফা এবং তাঁর স্ত্রী কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা। মঙ্গলবার দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি খুনের পিছনে শ্বশুর-বউমার সম্পর্কের তথ্যও উঠে এসেছে। বাবার সঙ্গে তাঁর স্ত্রীর প্রণয়ঘটিত সম্পর্কে ছিলেন বলে ভিডিওতে আকিল আখতার দাবি করে গিয়েছেন। গত ২০ অক্টোবর পাঁচকুল্লা বাড়ি থেকে উদ্ধার হয়েছিল পুলিশকর্তার ছেলে আকিলের দেহ। অতিরিক্ত মাদক সেবনের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল পরিবার। বিষয়টি তখনকার মতো ধামাচাপা পড়ে যায়। কিন্তু মৃত্যুর আগে ৩৫ বছরের আকিলের রেকর্ড করা ভিডিও প্রকাশ পেতেই নতুন করে হইচই পড়ে গিয়েছে। গত ২৭ আগস্ট আকিল ও তাঁর পারবিারিক বন্ধু ভিডিওটি রেকর্ড করেছিলেন। সেখানে বাবার সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানান ছেলে। অভিযোগ করেন, ‘বাবার সঙ্গে আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। আতঙ্ক গ্রাস করছে আমাকে। ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় পাচ্ছি। আমাকে খুন করবে।’ এই চক্রান্তে মা এবং বোনও জড়িত বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমার বোন ওষুধ খাওয়ানোর চেষ্টা করত। আমি জানতাম সেটি ছিল একটি বিষ মেশানো ওষুধ।’ যদিও পরের একটি ভিডিওতে তাঁর পরিবারের বিরুদ্ধে যাবতীয় নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন আকিল। এদিকে আকিলের মৃত্যুর পর প্রতিবেশী শামসুদ্দিন চৌধুরী অভিযোগ দায়ের করেছিলেন। ভিডিওর সূত্র ধরে নতুন করে তদন্তে নেমেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)