• নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টাও ধর্ষণ: বম্বে হাইকোর্ট, সম্মতি বিবেচনাযোগ্য নয়
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • নাগপুর: ধর্ষণ মামলায় নির্যাতিতা নাবালিকা হলে তার সম্মতিকে কোনওভাবে ঢাল করা যাবে না। ওই সম্মতির বিষয়টি  বিবেচনাযোগ্যই নয়।  এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এক্ষেত্রে যৌনকর্মের ন্যূনতম চেষ্টাও ধর্ষণ বলে গণ্য করা হবে। নাবালিকাকে যৌন নিগ্রহের মামলায় এক সাজাপ্রাপ্তর জামিনের আর্জি খারিজ করে এমনই জানাল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। এই যুক্তিতে ওয়ার্ধার ওই বাসিন্দার দশ বছরের কারাদণ্ডও বহাল রেখেছে আদালত। পাঁচ ও ছয় বছরের দুই শিশুকন্যাকে যৌন নির্যাতনের জন্য তাকে ওই সাজা দেওয়া হয়।

    ২০১৪ সালের ১৯  ফেব্রুয়ারির ঘটনা। পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে দুই শিশুকন্যাকে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তি। পরে তাদের অশ্লীল ভিডিও দেখানোর পাশাপাশি যৌন নির্যাতন চালানো হয়। এই মামলায় নিম্ন আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল অপরাধী। কিন্তু রেহাই মিলল না। এদিন আদালতের বিচারপতি নিবেদিতা মেহতা জানিয়েছেন, অভিযুক্ত নির্যাতিতার গোপনাঙ্গে শরীরের কোনও একটি অংশ প্রবেশ করালেই তা ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দ্রুত শাস্তি ঘোষণা করতে হবে। বিষয়টিকে কোনওভাবে ধর্ষণের চেষ্টা বা যৌন হেনস্তা বলে এড়িয়ে যাওয়া যাবে না।
  • Link to this news (বর্তমান)