চণ্ডীগড়: বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল পাঞ্জাব পুলিশ। সম্প্রতি অমৃতসরে বিশেষ অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে ছিল রকেট প্রপেল্ড গ্রেনেড ও লঞ্চার। ধৃতদের নাম মেহকদীপ সিং ওরফে মেহক ও আদিত্য ওরফে আধি। ঘটনাস্থল থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ঘারিন্ডা থানা। তদন্তকারীদের অনুমান, নির্দিষ্ট টার্গেটে বড় জঙ্গি হামলার ছক কষেছিল ধৃতরা। ডিজিপি গৌরব যাদব বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিল মেহকদীপ ও আদিত্য। তার থেকেই গ্রেনেড ও লঞ্চার পেয়েছিল। একইসঙ্গে হরপ্রীত সিং ওরফে ভিকির সঙ্গেও কথা হতো তাদের। হরপ্রীত বর্তমানে ফিরোজপুর জেলে বন্দি।’
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, মেহকদীপ অমৃতসরের ওয়াদালির বাসিন্দা। আদিত্যর বাড়ি ভাগা চিনা গ্রামে। বিবৃতি অনুযায়ী, ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে গ্রেনেড ও অত্যাধুনিক লঞ্চার পাঠানো হয়। অমৃতসর গ্রামীণ থানার এসএসপি মনিন্দর সিং জানান, হরপ্রীতের নির্দেশে গ্রেনেড, লঞ্চার সংগ্রহ করে মেহকদীপ ও আদিত্য। সেগুলি নিয়ে যাওয়ার সময় দু’জনকে গ্রেফতার করা হয়। গোষ্ঠীর অন্যান্য সদস্যদের খোঁজ চলছে।