• মায়ানমারে ড্রোন হামলায় ভারত বিরোধী একাধিক জঙ্গি শিবির ধ্বংস
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • গুয়াহাটি ও নয়াদিল্লি: বিদেশের মাটিতে সক্রিয় ভারত বিরোধী সংগঠনগুলির প্রতি কড়া বার্তা। পাকিস্তানে ‘অপারেশন সিন্দুরে’র সাড়ে পাঁচ মাস পর এবার মায়ানমারের মাটিতে বড়সড় হামলা। ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে চলল ভয়াবহ ড্রোন হামলা। মায়ানমারের সাগাইং অঞ্চলে ভারতীয় বাহিনীর এই ড্রোন হামলায় নিখুঁতভাবে নিশানা বানানো হয়েছে একযোগে এনএসসিএল (কে-ওয়াইএ), উলফা (আই) এবং পিএলএ-র জঙ্গি শিবিরগুলিকে। মৃত্যু হয়েছে অন্তত ৮ জঙ্গির। তার মধ্যেই রয়েছে এনএসসিএল (কে-ওয়াইএ)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল পি আং মাই। মঙ্গলবার ভোররাতের এই ড্রোন হামলায় মায়ানমারের মাটিতে সক্রিয় ভারত বিরোধী এই সংগঠনগুলির পরিকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

    গোয়েন্দা সূত্রে খবর, ভারতের এই ড্রোন হামলায় মায়ানমারের মাটিতে সক্রিয় ওই জঙ্গি সংগঠনগুলির কমান্ড সেন্টার, সাপ্লাই ডিপো ও অস্ত্রাগারগুলিকে নিশানা বানানো হয়েছে। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে নিশানা বানাতেই মূলত মায়ানমারের মাটি থেকে কাজ চালাচ্ছিল ড্রোন হামলার মুখে পড়া জঙ্গি শিবিরগুলি। সরকারি সূত্রে জানানো হয়েছে, পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি এড়িয়ে এই ড্রোন হামলায় সুনির্দিষ্টভাবে জঙ্গি শিবিরগুলিকেই নিশানা বানানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)