এক সপ্তাহ আগেই ‘বুকড’ ছটঘাট, পুরাতন মালদহে জায়গা না পাওয়ায় বাড়ছে চিন্তা
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ:
অক্টোবরের শেষ সপ্তাহে ছট উৎসব। তার সপ্তাহখানেক আগে পুরাতন মালদহ শহরের মহানন্দা নদীর ধারে উৎসব করার জায়গা পাচ্ছেন না ছটব্রতীদের একাংশ। ওই নদীর ধারে স্কুল পাড়া সহ বিভিন্ন ঘাটে বাঁশ, লাঠি এবং দড়ি দিয়ে চতুর্ভুজ আকারে ঘিরে সিংহভাগ জায়গা ‘বুক’ করে নিয়েছেন অনেকে। সেজন্য ছটের জায়গা খুঁজতে এসে নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে অনেককে। কেউ কেউ আবার অতীতে জায়গা পাওয়া প্রতিবেশীদের কাছে অনুরোধ করে রেখেছেন, নদীর ধারে তাঁদের ঘিরে দেওয়া জায়গাতেই যেন উৎসবের নিয়মগুলি পালন করতে দেওয়া হয়।
এবার ছট উৎসবের জন্য জায়গা না পাওয়া স্কুলপাড়ার মায়া শীল আক্ষেপ করে বললেন, ছট উৎসব তো করতেই হবে। কিন্তু এবার মহানন্দা নদীর ধারে জায়গা পাইনি। অন্যরা আগে থেকে এসে বুক করে নিয়েছেন। অনেকে দুর্গাপুজোর দশমীর পর থেকে ছট উৎসব করার জায়গা ঠিক করে নিয়েছেন। বাড়ির পাশের এক প্রতিবেশীকে তাঁদের পাওয়া জায়গায় উৎসব করার সুযোগ দেওয়ার কথা বলে রেখেছি।
এদিকে ছট নিয়ে পুর প্রশাসন জোর প্রস্তুতি শুরু করেছে। নদীঘাট সাজাতে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। শীঘ্রই পুলিশ এবং পুরসভার কর্তাদের যৌথ টিম ঘাট পরিদর্শন করতে যাবে। শহরের মহানন্দা নদীর ধারে ১ থেকে ২০ নম্বর ওয়ার্ডের মানুষ ছট উৎসব করেন। অনেকে ইংলিশবাজার, নলডুবি গ্রামীণ এলাকা থেকেও পুরাতন মালদহে আসেন। শুধু তাই নয়, ওই নদীর ৯ কিমি এলাকা জুড়ে ঘাটে ব্যাপক ভিড় থাকে। শহরের মঙ্গলবাড়ির ঘাটগুলিতে বেশি ভিড় হয়। পুরসভা নদীর ঘাটে একাধিক লাইট, মহিলাদের পোশাক পরিবর্তনের ঘর, ঘাট সংস্কার করে দেয়। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, কালীপুজোর বিসর্জন শেষ হওয়ার পর ছট উৎসব নিয়ে মাঠে নেমে পড়ব। মহিলারা জলে নেমে প্রার্থনা করেন। জল থেকে সব কাঠামো এবং আবর্জনা তুলে একাধিক ঘাট পরিষ্কার করে দেওয়া হবে। কোনও সমস্যা হবে না।
মালদহ থানার পুলিশ জানিয়েছে, ছট উৎসব নিয়ে সম্প্রতি থানায় বৈঠক করা হয়েছে। পুরসভা প্রত্যেক বছর সুষ্ঠু আয়োজন করে। এবারও মহানন্দার ঘাট পরিদর্শন করা হবে। ছটের ঘাট ঘিরে রাখা হয়েছে।-নিজস্ব চিত্র