ডিসেম্বরে উত্তরবঙ্গগামী সব ট্রেনেই টিকিটের আকাল, পাহাড়-ডুয়ার্সে নামবে পর্যটকের ঢল
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
ব্রতীন দাস , জলপাইগুড়ি:
২০ ডিসেম্বর ট্রেনযাত্রার টিকিট খুলেছে মঙ্গলবার। সকাল ৮টায় টিকিট বুকিং শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী প্রায় সব ট্রেনেই লম্বা ওয়েটিং লিস্ট। দুপুর গড়াতেই শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে আসার পদাতিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ বেশিরভাগ ট্রেনেই এসি থ্রি টিয়ারে ‘রিগ্রেট’ হয়ে যায়। এ তো গেল ৬০ দিন আগে ট্রেনের টিকিট খোলা থেকে কয়েক ঘণ্টার ছবি।
১৯ ডিসেম্বর ট্রেনযাত্রার টিকিট দেওয়া শুরু হয়েছে সোমবার। সেই ছবিটা কেমন? মঙ্গলবার সন্ধ্যায় আইআরসিটিসি’র ওয়েবসাইট বলছে, ১৯ তারিখ শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি আসার দার্জিলিং মেলে এসি থ্রি টিয়ারে ওয়েটিং লিস্ট ৬২, স্লিপারে ওয়েটিং ৪৭। পদাতিক এক্সপ্রেসে এসি থ্রি টিয়ার ও স্লিপার দু’টিতেই ‘রিগ্রেট’। ১৯ ডিসেম্বর উত্তরবঙ্গ এক্সপ্রেসেও এসি থ্রি টিয়ার রিগ্রেট, স্লিপারে ২১ ওয়েটিং।
ট্রেনের টিকিটের এই ছবিতেই স্পষ্ট, শীতের মরশুমে লক্ষ্মীলাভ ঘটতে চলেছে পাহাড়-ডুয়ার্সের পর্যটনে। ট্রেনের টিকিট কেটেই হোটেল ও গাড়ির জন্য ফোন করছেন পর্যটকরা। পছন্দ জেনে নিয়ে সেই মতো ট্যুর প্ল্যান পাঠাচ্ছেন হোটেল, হোম স্টে মালিক কিংবা পর্যটন ব্যবসায়ীরা। চলছে বুকিং। কালীপুজো মিটতে না মিটতেই শীতের বুকিং শুরু হয়ে যাওয়ায় হাসি ফুটেছে উত্তরের ট্যুর অপারেটরদের মুখে। বুকিং ও টেলিফোনে খোঁজখবর নেওয়ার ট্রেন্ড দেখে তাঁদের আশা, বছর শেষের ক’টা দিন অর্থাৎ ক্রিসমাস উইকে পাহাড়-ডুয়ার্সে পর্যটকের ঢল নামবে। পর্যটন ব্যবসায়ীদের কাছে আরও একটি খুশির খবর, এবার শীতে ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের পর্যটকদের গ্রুপ পাহাড়ে ঘুরতে আসার জন্য ইতিমধ্যে বুকিং সেরে ফেলেছেন।
পর্যটকদের কথা মাথায় রেখে ডিসেম্বরে নানা উৎসবের আয়োজন করা হচ্ছে। ২৫ ডিসেম্বর ডুয়ার্সের লাটাগুড়িতে শুরু হচ্ছে ‘এশিয়ান ফোক ফেস্টিভাল’। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার লোকশিল্পীরা যোগ দেবেন বলে জানিয়েছেন লাটাগুড়ি হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব। এছাড়া, ডিসেম্বরে পাহাড়ে রয়েছে মেলো-টি ফেস্টিভাল, ঘুম ফেস্টিভাল। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বেঙ্গল হিমালয়ান ফেস্টিভাল। নাচ-গান, খাওয়াদাওয়া সব মিলিয়ে রঙিন হয়ে উঠতে চলেছে শীতের পাহাড় ও ডুয়ার্স। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পুজোয় পাহাড়-ডুয়ার্সে পর্যটন কিছুটা মার খেয়েছে। কিন্তু ডিসেম্বরের বুকিং শুরু হয়ে গিয়েছে। পর্যটকদের চাহিদামতো আমরা ট্যুর প্ল্যান পাঠিয়ে দিচ্ছি। যা ট্রেন্ড, তাতে এবার শীতে পাহাড়-ডুয়ার্সে পর্যটনে লক্ষ্মীলাভ হবে বলে আমরা আশাবাদী।’ অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু বলেন, ‘শীতের বুকিং ভালোই হচ্ছে। বিদেশি পর্যটকরাও ওই সময় পাহাড়ে ঘুরতে আসার বুকিং করেছেন। বছর শেষে দার্জিলিং, সিকিমের পাশাপাশি ডুয়ার্সেও পর্যটকদের ঢল নামবে।’