নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কালীপুজোর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকাতে গণ্ডগোল, অশান্তি পাকানোর অভিযোগে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভক্তিনগর ও মাটিগাড়া থানা এলাকাতে সব থেকে বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিউ জলপাইগুড়ি থানা, প্রধাননগর থানা, আশিঘর ফাঁড়ি এলাকা থেকেও গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে মদ্যপ অবস্থাতে গণ্ডগোল পাকানো হয়েছে। এছাড়াও মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালানো, জুয়ার আসর সহ একাধিক অসামাজিক কাজকর্ম করার অভিযোগও রয়েছে।
উল্লেখ্য, কালীপুজো এবং দীপাবলির আগে থেকেই শিলিগুড়ির মেট্রোপলিটনের বিভিন্ন থানা এলাকাতে সাদা পোশাকের পুলিশের অভিযান শুরু হয়েছে। এলাকাভিত্তিক নজরদারির জন্য টহলদারি ভ্যানের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকাতে ট্রাফিক পুলিশের নাকা চেকিং ছিল।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, সাধারণ মানুষ যাতে কোনওভাবেই সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।