• জন্মের শংসাপত্রের জন্য টাকা চাওয়ার অভিযোগ বহু পঞ্চায়েতের বিরুদ্ধে
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘটনা ১: কিছুদিন আগেই ভাঙড়ের আমিনা বিবির (নাম পরিবর্তিত) পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে একটি নার্সিংহোমে। তার জন্মের শংসাপত্রের আবেদন করতে স্থানীয় পঞ্চায়েতে দরখাস্ত করেছিলেন তাঁর বাড়ির লোকজন। অভিযোগ, সেখানে তাঁদের থেকে টাকা চাওয়া হয়।

    ঘটনা ২: বাসন্তীর কল্পনা মণ্ডলের স্বামী স্থানীয় পঞ্চায়েতে নিজের সদ্যোজাতের জন্মের সার্টিফিকেট তুলতে আবেদন করেছিলেন। অভিযোগ, সেখানেও টাকা চাওয়া হয়েছে।

    দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে এমন অভিযোগ উঠে এসেছে। কোথাও নেওয়া হচ্ছে ২০০ টাকা, আবার কেউ চাইছে ৫০০ টাকা। আবেদনকারীদের দাবি, টাকা দিতে রাজি না হলে নানাভাবে হয়রান করা হচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী এই শংসাপত্র নিতে গেলে একটি টাকাও দেওয়ার কথা নয়।

    জানা গিয়েছে, যদি কোনও শিশুর জন্ম নার্সিংহোম অথবা বাড়িতে হয়, সে ক্ষেত্রে জন্মের সার্টিফিকেট তুলতে প্রথমে আবেদন করতে হবে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে। তারা একটি ফর্ম পূরণ করবে এবং পঞ্চায়েত প্রধান তাতে সই করে সেটি আপলোড করবেন। পরবর্তী সময়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক সেটা ভালো করে যাচাই করে জন্মের শংসাপত্র ইস্যু করবেন। যেসব অভিযোগ উঠে এসেছে, তাতে পঞ্চায়েত প্রধানরা ওই ফর্ম আপলোড করার জন্যই এই টাকা চাইছেন বলে খবর। আবেদনকারীরা প্রশ্নও করছেন, কেন টাকা দিতে হবে? তখন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে, এটা পঞ্চায়েতের উন্নয়নের জন্যই চাওয়া হচ্ছে। ঝুটঝামেলা যাতে না হয় তাই অনেকেই ওই টাকা দিয়েও দিচ্ছেন।

    এই নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক অভিযোগও এসেছে বলে খবর। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য অধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, বিষয়টি জেলা প্রশাসনের আওতাধীন। তারা এই নিয়ে পদক্ষেপ করতে পারে।  
  • Link to this news (বর্তমান)