কালীপুজোর রাতে ৬ ঘণ্টায় ট্রাফিক আইন ভঙ্গের ৮৮২টি মামলা দায়ের
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলোর উৎসব। রাতভর পুজো চলেছে শহরে। সঙ্গে আতশবাজি ও শব্দবাজির দাপট। বাইপাসে উল্টোডাঙা ব্রিজের উপর কর্তব্যরত বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। নম্বর প্লেটবিহীন একটি গাড়ি পাকড়াও করেন উর্দিধারীরা। চালকের কাছে গাড়ির নথিপত্র চাইলেন সার্জেন্ট। চালক বললেন, ‘নেই স্যর’। পুলিশ অফিসার চালকের লাইসেন্স চাইলেন। জবাবে ফের চালকের উত্তর, ‘সেটাও নেই, স্যর। আজ তো কালীপুজো, ছেড়ে দিন না স্যর।’
এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কালীপুজোর রাতে শহরজুড়ে কানের দফারফা করা শব্দবাজির দাপটের যেন যোগ্য দোসর হয়ে উঠেছিল বাইকের জয়রাইড বাহিনী। ভোররাত পর্যন্ত শহরের রাস্তায় চলল বিনা হেলেমেটে তাদের দৌরাত্ম্য। এই রাতে ৬ ঘণ্টায় শহরজুড়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৮৮২টি মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। তার মধ্যে বিনা হেলমেটের বাইকচালক ৩৩১ জন। অর্থাৎ, মোট মামলার প্রায় ৩৮ শতাংশ ক্ষেত্রেই অভিযুক্তকে ১০০০ টাকা জরিমানা গুনতে হবে।
কালীপুজোর রাতে শব্দদূষণের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছিল বালিগঞ্জ, গড়িয়াহাট ও গোলপার্ক এলাকা। আর ট্রাফিক বিভাগকে ভুগিয়েছে ই এম বাইপাস, বি টি রোড, বেহালার জেমস লং সরণি, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। মদ্যপ চালকদের পাকড়াও করার জন্য শহরজুড়ে বিভিন্ন এলাকায় নাকা তল্লাশির ব্যবস্থা করেঠিল পুলিশ। ২০টি নাকা পয়েন্ট মিলিয়ে মোট ৯৯ জন গাড়ি ও বাইক চালকের শ্বাসে অ্যালকোহলের অধিক মাত্রার প্রমাণ মিলেছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। এছাড়াও মোটর ভেহিকলসের অন্যান্য ধারায় ১৫৬টি মামলা রুজু করেছে পুলিশ।