• সল্টলেকে প্রাক্তন কাউন্সিলারকে খুনের চেষ্টায় অধরা দুষ্কৃতী
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার নির্মল দত্তকে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী এখনও অধরা। সোমবার কালীপুজোর দিন সাতসকালে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, কে বা কারা নির্মলবাবুর উপর এই হামলা করল, কেনই বা করল, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কোনও আক্রোশ নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, অভিযুক্তকে গ্রেফতার না হওয়া পর্যন্ত কারণ স্পষ্ট হবে না বলে ধারণা পুলিশের।

    প্রসঙ্গত, সোমবার সকালে ইএম বাইপাস লাগোয়া সল্টলেক দত্তাবাদে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনে নির্মলবাবুকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এক যুবক পিস্তল বের করে তাঁকে দু’বার গুলি করার চেষ্টা করেন। কিন্তু গুলি বের না হওয়ায় পিস্তলের বাঁট দিয়ে মারধর করে পালিয়ে যান। বর্তমানে নির্মলবাবুর স্ত্রী আলোরানি দত্ত ওই ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর এলাকায় শোরগোল পড়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্মলবাবু পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত গোপালি রঙের গেঞ্জি পরে এসেছিল। দুষ্কৃতীকে চিহ্নিত করতে পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। একটি ফুটেজ মিলেছে। সেই সঙ্গে এই ঘটনার পর কালীপুজোর রাতে ওয়ার্ড অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার সকালেও পুলিশ টহল দিয়েছে। কমিশনারেটের এক আধিকারিক বলেন, তদন্ত চলছে। খুব শীঘ্রই আমরা অভিযুক্তকে ধরে ফেলব।
  • Link to this news (বর্তমান)