• বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় মার, গ্রেফতার
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির দরজার সামনে বাজি ফাটানো চলছিল। তার প্রতিবাদ করায় মারধর করা হল এক ব্যক্তিকে। সোমবার দীপাবলির রাতে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী এলাকায়। অভিযোগের ভিত্তিতে সরোজকুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষ্যে সারা শহর জুড়েই বাজি ফাটছিল। অভিযুক্ত যুবক এলাকায় নিষিদ্ধ শব্দবাজি ফাটাচ্ছিলেন। তিনি সেই বাজি ছুঁড়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির দরজার সামনে ফেলছিলেন। বিকট শব্দ করে চকলেট বোমাগুলি ফাটছিল।

    এর প্রতিবাদ করেন ওই বাড়ির মালিক। তিনি অনুরোধ করেন, এখানে বাজি না ফাটাতে। বলেন, তাঁর শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে। তাই বাজির শব্দে অসুবিধা হচ্ছে। কিন্তু উত্তরে অভিযুক্ত যুবক জানান, তিনি সেখানেই বাজি ফাটাবেন। কারণ তিনি রাস্তায় বাজি ফাটাচ্ছেন। তাতে কেউ প্রতিবাদ করতে পারেন না। এই নিয়ে অভিযোগকারীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়।

    অভিযোগ, তখন আচমকাই রাস্তায় পড়ে থাকা একটি ইট তুলে তাঁকে লক্ষ্য করে ছোঁড়েন সরোজ নামে ওই যুবক। ইট অভিযোগকারীর কপালে লাগে। তাঁর কপাল ফেটে যায়। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান। থানার অফিসাররা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই মাঝবয়সি ব্যক্তিকে। তাঁর অভিযোগের ভিত্তিতে মারধরের কেস রুজু করে তদন্তে নামে পুলিশ। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।  
  • Link to this news (বর্তমান)