• Breaking News Live: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ২
    এই সময় | ২২ অক্টোবর ২০২৫
  • যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মহেশতলায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। মৃতের নাম বরুণ মণ্ডল। হত্যার ঘটনায় মৃতের দুই আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬১তম জন্মদিন। এক্স হ্যান্ডলে শাহকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, ‘জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা এবং পরিশ্রমী স্বভাবের জন্য তিনি সর্বত্র প্রশংসিত। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রতিটি ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রচেষ্টা করেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।’

    তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। রাজ্য সরকার বিভিন্ন অঞ্চলে স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করেছে। আরএমসির ডিরেক্টর বি আমুধা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল চেন্নাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার দুপুরের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোর উৎসবে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, ‘দুই মহান গণতন্ত্র যারা আশা এবং ঐক্যের মাধ্যমে বিশ্বকে আলোকিত করে চলবে, সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে একসঙ্গে লড়বে।’

    বিদ্যাসাগর সেতুতে দাউ দাউ করে জ্বলছে যাত্রিবাহী বাস। বুধবার সকালে কলকাতামুখী লেনে একটি বাসে আগুন লেগে যায়। হতাহতের কোনও খবর নেই। তবে হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল ব্যাহত হয়।

    বিস্তারিত ⬇

    বাজির আগুনে পুড়ে ছাই বাড়ি। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত নরসিংহ দত্ত রোড এলাকায়। এক গৃহস্থের বাড়ির টালির চালে জ্বলন্ত ফানুস উড়ে গিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। দমকল কর্মীরা ঘরের দরজা ভেঙে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরটি ভস্মীভূত হয় আগুনে। হতাহতের কোনও খবর নেই।

    ভাইফোঁটা পর্যন্ত ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমবে। শুক্রবার ফের বাড়বে জলীয় বাষ্প। বাড়বে অস্বস্তি। শুক্রবার সন্ধ্যার পর হাওয়া বদল। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুষ্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বাড়াবে। নিম্নচাপ ক্রমশ এগোবে উত্তর পশ্চিম দিকে। পরিণত হবে গভীর নিম্নচাপে। শুক্রবার ২৪ অক্টোবর উপকূল এবং লাগোয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    বিস্তারিত ⬇

  • Link to this news (এই সময়)