• ক্যানিং লোকালের মহিলা কামরা থেকে নির্গত হচ্ছে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
    এই সময় | ২২ অক্টোবর ২০২৫
  • শিয়ালদহ থেকে ক্যানিংগামী লোকাল ট্রেনের কামরায় আগুন। ট্রেনটি ৯টা ১০ মিনিটে কালীকাপুর স্টেশন পার হতেই একটি মহিলা কামরা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। আতঙ্কে যাত্রীরা সঙ্গে সঙ্গে ড্রাইভার ও গার্ডকে বিষয়টি জানায়। ট্রেনটিকে পিয়ালী স্টেশনে থামিয়ে দেওয়া হয়। আধ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    তবে ধোঁয়ার উৎস কী? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে। ঘটনার খবর পেয়ে রেলকর্মীরা ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের নামিয়ে নিরাপত্তা পরীক্ষার কাজ চলছে।

    বিস্তারিত আসছে…

  • Link to this news (এই সময়)