দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন! ব্যাপক যানজট
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই আচমকাই দ্বিতীয় হুগলি সেতুতে অগ্নিকাণ্ড। কলকাতাগামী লেনে একটি বেসরকারি বাসে আচমকাই আগুন লেগে বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ ও দমকল। পুলিশ সূত্রে খবর, বাসটির ইঞ্জিনের স্পার্কিং প্লাগ থেকে আগুন লাগে। বাসের চালক বুঝতে পেরে যাত্রীদের নামিয়ে দেন। অল্পের জন্য প্রাণ বাঁচে সকলের। মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি।দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। তবে মাঝরাস্তায় ব্রিজের উপর চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু(বিদ্যাসাগর সেতুর) কলকাতাগামী লেনে ব্যাপক যানজট রয়েছে। যার ফলে ভোগান্তি সাধারণ যাত্রীদের। পুলিশ বাসটিকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে।