• ভাইফোঁটার আগে শহরে আজ, বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে? যা জানাল হাওয়া অফিস
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় চলতি সপ্তাহের শেষে রাজ্যের উপকূল এলাকায় ও শহরে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। দিনের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।  
  • Link to this news (বর্তমান)