কালীপুজোর রাতে মূর্তির গা থেকে উধাও ১০ লক্ষের গয়না
দৈনিক স্টেটসম্যান | ২২ অক্টোবর ২০২৫
প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী কালীপুজোর রাতে দেবীমূর্তির গা থেকে উধাও প্রায় ১০ লক্ষ টাকার গয়না। চুরির অভিযোগ উঠেছে পরিবারেরই এক বিশেষ অতিথির বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমানের রসুলপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালীপুজো প্রায় আড়াইশো বছরের পুরনো। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কালীপুজোর মূল আচার শেষ হওয়ার পর অতিথি আপ্যায়নের ব্যস্ততা চলছিল। ঠিক তখনই খেয়াল করা যায় দেবীমূর্তির শরীর থেকে উধাও কয়েকটি সোনার অলঙ্কার।
পরিবারের সদস্য দেবযানী বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রায় দশ ভরি সোনা, বাজারদর অনুযায়ী যার মূল্য ১০ লক্ষ টাকারও বেশি। কিন্তু এর চেয়েও বড় ক্ষতি আমাদের আবেগের।’ঘটনার পরেই বন্দ্যোপাধ্যায় পরিবার লিখিত অভিযোগ দায়ের করে মেমারি থানায়। তদন্তে নেমে পুলিশ সন্দেহ করে দেবজ্যোতি চৌধুরী নামে এক যুবককে। যিনি ওই পরিবারের এক সদস্যার ঘনিষ্ঠ বন্ধু এবং ভবিষ্যৎ জামাই হিসেবে পরিচিত ছিলেন। দ্বিতীয়বারের মতো তিনি পুজোয় নিমন্ত্রিত ছিলেন।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের পর থেকেই দেবজ্যোতি গা ঢাকা দেন। এরপর তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মেমারির ডিএসপি মিজানুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদ করতেই অভিযুক্ত ভেঙে পড়েন। দেবীমূর্তির সমস্ত গয়না উদ্ধার করা হয় তাঁর থেকে।’ অভিযুক্তকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।ঘটনায় হতভম্ব বন্দ্যোপাধ্যায় পরিবার। পরিবারের এক নবীন সদস্য বলেন, ‘বিশ্বাস করে যাঁকে ঘরে ডেকেছিলাম, তাঁর হাতেই এমন বিশ্বাসঘাতকতা, ভাবতেই কষ্ট হচ্ছে।’