• ভুয়ো পোস্ট রুখতে কড়া ব্যবস্থা, বন্ধ ১০০০-এর বেশি অ্যাকাউন্ট
    দৈনিক স্টেটসম্যান | ২২ অক্টোবর ২০২৫
  • সমাজমাধ্যমে ভুয়ো খবর ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঠোর পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোট ১,০৯৩টি ভুয়ো সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি ১১ হাজারেরও বেশি বিদ্বেষমূলক পোস্ট ডিলিট করা হয়েছে।

    ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স ( যা পূর্বতন টুইটার নামে পরিচিত) এর মতো প্ল্যাটফর্মে সাম্প্রদায়িক গুজব এবং উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে পড়ছিল বলে জানা গিয়েছে। জেলা পুলিশের সাইবার সেল বিষয়টি নজরে আনতেই শুরু হয় তদন্ত। জানা যায়, অনেক অ্যাকাউন্ট বিদেশ ও দেশের অন্য রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্থানীয়দের মুখ বসিয়ে ভুয়ো বক্তব্য প্রচার করা হচ্ছিল।

    মুর্শিদাবাদ সাইবার থানার আইসি উৎপল কুমার সাহা জানান, ‘গত কয়েকদিনে ১১ হাজারেরও বেশি বিদ্বেষমূলক পোস্ট ডিলিট করা হয়েছে। হাজারেরও বেশি প্রোফাইল বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে ৪৮৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।’

    এদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন হ্যাশট্যাগে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। স্থানীয় যুবসমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও যুক্ত করা হয়েছে এই উদ্যোগে। ভুয়ো তথ্য রোধে মানুষকে সতর্ক করতে বিভিন্ন ক্যাম্প ও অনলাইন প্রচারও চলছে
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)