• ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম, সপ্তাহান্তে বাংলায় বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ২২ অক্টোবর ২০২৫
  • নিম্নচাপের ভ্রুকুটি থেকে নিস্তার নেই বাংলার। ফের বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, যা ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আর তার জেরেই সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ভাইফোঁটা কোনওক্রমে রক্ষা পেলেও, সপ্তাহ শেষে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। এর জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে গোটা বাংলা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। সদ্য বন্যা পরিস্থিতি সামলে উঠেছে উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টি এই মুহূর্তে উত্তরবঙ্গের কাছে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

    দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলা থেকে সম্পূর্ণ বিদায় নিয়েছে, সঙ্গে পাততাড়ি গুটিয়ে এবারের মতো ‘আসি’ বলেছে বর্ষাও। কিন্তু তবুও নিম্নচাপের জেরে বৃষ্টি পিছু ছাড়ার নাম করছে না। দার্জিলিং, কালিম্পং, ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন কুয়াশায় ঢেকে থাকবে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হলেও বাংলায় তার খুব বেশি প্রভাব পড়বে না। তবে ২৪ থেকে ২৭ তারিখের মধ্যে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে নভেম্বর এগিয়ে এলেও শীতের আমেজ এখনও সেভাবে টের পাওয়া যাচ্ছে না। তবে, সারাদিন গরম থাকলেও রাতের দিকে তাপমাত্রার পারদ নামছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)