• মালিকের বকুনির ‘বদলা’, ছোট্ট ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন গাড়ির চালকের!
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের ছোট্ট ছেলেটাকে শেষবার দেখা গিয়েছিল বাড়ির সামনে খেলতে। আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজেও না পেয়ে পুলিশে ডায়রিও করা হয়। এরপরই আবিষ্কৃত হয় তার নিথর দেহ। যদিও তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, সব শেষ। ছোট্ট ছেলেটি অনেকক্ষণ আগেই মৃত। এমনই এক ভয়ংকর এক ঘটনার সাক্ষী হল দিল্লি। সন্দেহের তির গাড়ির চালকের দিকে। তিনি পলাতক। পুলিশ তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি অভিযুক্তকে।

    ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, দিল্লির নরেলা অঞ্চলের এক পরিবহণ ব্যবসায়ীর একমাত্র সন্তান ছোট্ট ছেলেটি। তাঁর সাত থেকে আটটি গাড়ি রয়েছে, যা ভাড়া খাটে। আর ওই গাড়িগুলি পালা করে চালানোর ভার দু’জনের উপরে- নীতু ও ওয়াসিম। জানা যাচ্ছে, গত সোমবার মদ্যপ অবস্থায় ওই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। নীতু মারধর করেন ওয়াসিমকে। পরে তা জানতে পেরে তাঁদের মালিক নীতুকে শাসন করেন। এবং তাঁকে বেশ কয়েকটি চড় মারেন। আশঙ্কা করা হচ্ছে, এরপরই প্রতিশোধস্পৃহা’ জেগে ওঠে নীতুর মধ্যে। আর সেই কারণেই তিনি ওই শিশুটিকে অপহরণ করে তাঁকে ইট দিয়ে থেঁতলে খুন করেন। এবং এরপর ঘটনাস্থল থেকে পলায়ন করেন। ছোট্ট ছেলেটির দেহ নীতুর বাড়ির সামনে থেকে উদ্ধার হওয়ার পরই এই বিষয়ে পুলিশের সন্দেহ জোরালো হয়েছে।

    পুলিশের তরফে জানানো হয়েছে, এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে তারা। তদন্তকারী পুলিশ অফিসারের কথায়, ”নীতু নামের ওই চালক পলাতক। বেশ কয়েকটি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে তাঁকে গ্রেপ্তার করার জন্য। প্রযুক্তির পাশাপাশি স্থানীয় গোয়েন্দাদের ব্যবহার করা হচ্ছে নীতুকে খুঁজে বের করতে। আমরা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছি।”
  • Link to this news (প্রতিদিন)