• ‘সিঁদুরে’ ছারখার পাক মিসাইল! আরও S-400 কিনতে রাশিয়ার সঙ্গে ১০০০০ কোটির চুক্তির পথে ভারত
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করা ‘যুদ্ধের বর্ম’ S-400 বা সুদর্শনের সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এই ইস্যুতে আলোচনাও শুরু হয়েছে জোর কদমে। জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ।

    ভারত-পাক যুদ্ধে এস-৪০০ মিসাইলের দাপট ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। পাক মিসাইল তো বটেই ৩০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জে ৫ থেকে ৬টি পাক যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করে এই মিসাইল। এই পরিস্থিতিতে দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও এস ৪০০ কিনতে আগ্রহী দেশ। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রণালয় শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের (DAC) কাছে এই বিষয়ে অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাব পেশ করতে পারে। এই বিষয়ে পরবর্তী বৈঠক হতে চলেছে ২৩ অক্টোবর।

    উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। এই চুক্তির শেষ দুটি মিসাইল সিস্টেম ২০২৬-২০২৭ সাল নাগাদ সরবরাহ করা হবে। এরই মাঝে আরও বেশি করে S-400 কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত।

    প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি S-400 বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন। মার্কিন শুল্ক চাপের মাঝে আরও বেশি করে সেই মিসাইল কিনতে চলেছে ভারত।
  • Link to this news (প্রতিদিন)