• আচমকা চলন্ত লোকালে আগুন! সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: আচমকা চলন্ত ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে আগুন! ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদহ দক্ষিণশাখার পিয়ালি স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

     জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বুধবার সকালেও নির্ধারিত সময়েই চলছিল ট্রেন। সকাল ১০ টায় ক্যানিংয়ে পৌঁছয় শিয়ালদহ থেকে যাওয়া (ডাউন) একটি ট্রেন। সূত্রের খবর, এদিন সকালে পিয়ালি স্টেশনে ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায়। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত  হয়ে পড়েন। ভয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামেন তাঁরা। এদিকে রেলের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। 

    ঘটনার জেরে স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণশাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। স্টেশনে বাড়তে থাকে ভিড়। কিছুক্ষণ পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও, শেষ পাওয়া খবর অনুযায়ী, ডাউনে বন্ধ পরিষেবা। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে যাত্রীরা। তাঁদের অভিযোগ, রেলের গাফিলতির কারণেই এই ঘটনা। উল্লেখ্য, শহরতলি ও জেলার বাসিন্দাদের একটা বড় অংশ প্রতিদিন কর্মস্থলে পৌঁছন ট্রেনেই। সেখানে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিপত্তিতে ক্ষুব্ধ যাত্রীরা। 
  • Link to this news (প্রতিদিন)