একুশের ভুল ছাব্বিশে আর নয়! মমতাকে ব্যক্তিগত আক্রমণে সতর্ক বিজেপি
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
স্টাফ রিপোর্টার: ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় বিজেপি! ছাব্বিশের ভোটে রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ব্যক্তিগত’ আক্রমণে সতর্ক থাকতে চাইছে গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগামছাড়া আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। যা ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। ভোটবাক্সেই জবাব পেয়েছিল বিজেপি।
তাই পুরনো অভিজ্ঞতাকে মনে রাখতে চাইছে পদ্ম। আগামী ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে রাজনৈতিকভাবে আক্রমণ শানাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘ব্যক্তি’ আক্রমণ আর নয়! এই বিষয়ে দলের নেতাদের শীর্ষস্তর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে এমনই খবর। বাঙালি নির্যাতন ইস্যু থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনার নেতিবাচক আঁচ বাংলায় পড়েছে। ফলে নির্বাচনী প্রচার করতে গিয়ে এসব বিষয়ে পাল্টা জবাব কী দেওয়া হবে তা নিয়ে দলের নেতাদের মধ্যেই ধন্দ রয়েছে। তাই দলের প্রচারে নির্দিষ্ট ইস্যুভিত্তিক এগনোর জন্যই শীর্ষ নেতৃত্বের তরফে বলে দেওয়া হয়েছে, সূত্রের খবর।
এদিকে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে মাঠে নামছে বঙ্গ বিজেপি ও আরএসএস যৌথভাবে। ক’দিন আগেই সমন্বয় বৈঠকে এটা ঠিক হয়েছিল। আর, আজ বুধবার আরএসএস ও বিজেপি কলকাতায় জরুরি বৈঠকে বসছে এই সিএএ নিয়ে। সিএএ কার্যকর হলেও তার লক্ষ্যপূরণ কবে হবে, তার কোনও ঠিক নেই। কিন্তু কয়েকমাস পরই বাংলায় বিধানসভা ভোট। তাই বাংলার ভোটের আগে হিন্দুত্বকেই হাতিয়ার করতে সিএএ-কে আঁকড়ে ধরে থাকতে চাইছে গেরুয়া শিবির। জগদ্ধাত্রী পুজোর পরই বাংলার সীমান্ত এলাকায় সিএএ-এর ৭০০ শিবির হবে। তার প্রস্তুতি নিয়েই আজ সল্টলেক বিজেপি অফিসে জরুরি বৈঠক। বৈঠকে থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ। ইতিমধ্যে ৩৫ হাজার আবেদন জমা পড়েছে নাগরিকত্বের জন্য। সূত্রের খবর, এই শিবির পরিচালনার গোপন দায়িত্বে আরএসএস এবং তাদের প্রভাবিত এনজিও রয়েছে। তাই ভোটের আগে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই মাঠে নামছে বিজেপি। এই কাজে বাংলায় তাদের সঙ্গী আরএসএস।