কালীপুজোর রাতে কীভাবে চলন্ত মেট্রোয় পথকুকুর? বিবৃতি দিয়ে জানাল কর্তৃপক্ষ
				প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
			
			নব্যেন্দু হাজরা: হাজারও নজরদারি সত্ত্বেও কালীপুজোর রাতে শহর ও শহরতলিতে দাপট দেখিয়েছে শব্দবাজি। আতঙ্কে কলকাতা মেট্রোয় উঠে পড়েছিল একটি পথকুকুর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ঠিক কী ঘটেছিল ওই রাতে।
			
				
				
				
					Link to this news (প্রতিদিন)