সাতসকালে বিদ্যাসাগর সেতুতে দাউদাউ আগুনে জ্বলল বাস! অল্পের জন্য রক্ষা যাত্রীদের
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
নিরুফা খাতুন: আচমকাই যাত্রীবাহী বাসে আগুন! পুড়ে খাঁক গোটা বাস। আগুন লেগেছে বুঝতে পেরেই প্রাণ বাঁচাতে দ্রুত ওই বাস থেকে নেমে পড়েছিলেন। ফলে অল্পের জন্য এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। বুধবার সাতসকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে খাস কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুর উপরে। ঘটনায় যানজট দেখা যায় সেতুর উপরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার সকালে বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। সকাল সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের উপর দিয়ে ওই বাসটি যাচ্ছিল। বাসে ভালো সংখ্যায় ছিল। যাত্রীরা খেয়াল করেন বাসের কোনও একটি অংশ দিয়ে কালো ধোয়া বেরতে শুরু করেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এরপরই চালককে বাস থামাতে বলা হয়।
চালক গাড়ি থামালে দ্রুত বাস থেকে সেতুর রাস্তায় নেমে পড়েন যাত্রীরা। বাস থেকে নামেন চালক ও কন্ডাক্টর। কিছু সময়ের মধ্যেই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিং থানার পুলিশ। ততক্ষণে গোটা বাসটিতেই আগুন ধরে গিয়েছে। দমকলের দু’টি ইঞ্জিন ওই আগুন নেভাতে আসে। আধঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বাসটি হাওড়ার আমতা থেকে ধর্মতলা যাচ্ছিল। কিন্তু কীভাবে ওই আগুন লাগল? পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক্যাল শর্টসার্কিট থেকে ওই আগুন। ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে। যাত্রীরা বড় বিপদ থেকে বেঁচেছেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।