• দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কপ্টার, অবতরণের পরেই হেলিপ্যাড ভেঙে বসল চাকা
    এই সময় | ২২ অক্টোবর ২০২৫
  • দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কপ্টার। হেলিকপ্টার মাটি ছোঁয়ার পরেই ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। আর তাতেই বেসামাল হয়ে বসে যায় হেলিকপ্টারের চাকা। যদিও তার আগেই কপ্টার থেকে নেমে যান রাষ্ট্রপতি। বুধবার সকালে কেরলের প্রমোদমে এই ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘আজ সকালে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ। তাঁর দীর্ঘায়ু, সুস্থ জীবন কামনা করি।’

    শবরীমালা আয়াপ্পা মন্দিরে যাচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল ৯টা ৫ মিনিটে নিরাপদেই হেলিপ্যাডে অবতরণ করে তাঁর কপ্টার। তবে রাষ্ট্রপতি হেলিকপ্টার থেকে নামার পরেই ভেঙে যায় কংক্রিটের তৈরি হেলিপ্যাডের একাংশ।

    দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির কপ্টার পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই প্রমোদম ইন্ডোর স্টেডিয়ামে এই হেলিপ্যাডটি তৈরি করা হয়। আসলে, নিলাক্কলে নামার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয়।

    প্রমোদমে চাকা বসে যাওয়া কপ্টারটিকে দমকল ও পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। রীতিমতো হাত দিয়ে ঠেলে সোজা করতে হয় তা। ততক্ষণে সড়কপথে রওনা দেন রাষ্ট্রপতি।

  • Link to this news (এই সময়)