• ঝালদার গ্রামে হাতির হানা, ক্ষতি ফসলের
    এই সময় | ২২ অক্টোবর ২০২৫
  • এই সময়, পুরুলিয়া: ধান পাকার মুখে দলমার দাঁতালদের আতঙ্ক গ্রাস করেছে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের খামার এলাকায়। সোমবার গভীর রাতে এই এলাকার জোজোহেতু গ্রাম এলাকায় বিপুল পরিমাণ ফসল নষ্টের অভিযোগ করেন কৃষকরা|

    তাঁরা বলেন, ‘গভীর রাতে প্রায় ১৬-১৭টি হাতির একটি দল সিন্ধারিয়া পাহাড় দিয়ে গ্রামে ঢোকে। এতে পূর্ণচন্দ্র মাহাত ও রাজেশ মাহাতোস–হ একাধিক চাষির ধান, লাউ ও বেগুনের ফসল নষ্ট হয়েছে।’ ক্ষতিগ্রস্ত চাষিরা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

    স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ মাহাত বলেন, ‘ক্ষতিগ্রস্ত জমিগুলি দেখে এসেছি, বন দপ্তরের সঙ্গে কথাও হয়েছে। আশা করছি, দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।’ ঝালদা বন দপ্তরের এক আধিকারিক বলেন, ‘হাতিগুলি বর্তমানে ঘোষরা পাহাড় এলাকায় রয়েছে, নজরদারি চলছে। কৃষকরা যেন ক্ষতিপূরণ পান, সেই ব্যবস্থাও করা হবে।’

    প্রতি বছর ফসল পাকার মুখে দলমা থেকে হাতির দল পুরুলিয়ার জঙ্গল এলাকাগুলিতে হানা দিয়ে ফসলের ক্ষতি করে। প্রাণহানির ঘটনাও ঘটেছে অতীতে।

  • Link to this news (এই সময়)