• দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, অবতরণের সময়েই নতুন হেলিপ্যাডে ভাঙন, বড় বিপত্তি কেরল সফরে ...
    আজকাল | ২২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কেরল সফরে বড় বিপত্তি। বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময়েই ঘটে দুর্ঘটনাটি। হেলিকপ্টারের ধাক্কায় নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আটকে পড়ে হেলিকপ্টারটিও। যার ভিতরে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। কোনও চোট লাগেনি তাঁর। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলের প্রামাদম স্টেডিয়ামে। অবতরণের সময় রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারের ভারে নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। সেখানেই আটকে পড়ে হেলিকপ্টারটি। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারটি। 

    চারদিনের কেরল সফরে বেরিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। বুধবার শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দেন। হেলিপ্যাডে নামার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মুর্মুকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সড়ক পথেই তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে তিনি পৌঁছবেন সান্নিধানম। 

    বুধবারেই মন্দির দর্শন করে আবার ফিরে আসবেন তিরুঅনন্তপুরমে। মঙ্গলবার প্রথমে তিনি তিরুঅনন্তপুরমে পৌঁছেছিলেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। উপস্থিত ছিলেন কেরলের আরও একাধিক মন্ত্রী। বুধবার সকালে রাষ্ট্রপতি পৌঁছন পাঠানমথিত্তায়। 

    দুর্ঘটনাটি ঘটেছে রাজীব গান্ধী ইন্দোর স্টেডিয়ামে। ভিডিওতে দেখা গেছে, ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ বাহিনী। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের কথা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রামাদম স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করে। মঙ্গলবার বিকেলে ওই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি হয়। ঠিক মতো তৈরি না হওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণের পর জায়গাটা ধসে পড়ে। 
  • Link to this news (আজকাল)