কোচি, ২২ অক্টোবর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টারে বিপত্তি। কেরলের প্রমাদম স্টেডিয়ামে পৌঁছয় রাষ্ট্রপতির কপ্টার। সেখানেই কপ্টার অবতরণ করে। কিন্তু অবতরণের পর হেলিপ্যাডের টারম্যাকের একটি অংশ বসে যায়। যরে ফলে রাষ্ট্রপতির কপ্টারটিও একদিকে হেলে যায়। সূত্রের খবর, কপ্টারটি টারম্যাক ছোঁয়ার পরেই সেটি বসে গিয়েছিল। যার ফলে একটি চাকা টারম্যাকের উপরই বসে যায়। যদিও তখন কপ্টার থেকে নেমে পড়েছিলেন রাষ্ট্রপতি। বিষয়টি দেখে ছুটে যান রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষী থেকে শুরু করে পুলিশ ও দমকলের কর্মীরা। টারম্যাকে কপ্টারটি ঠেলে সোজা করেন সকলে। যদিও রাষ্ট্রপতি মুর্মুর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, হেলিপ্যাডের ওই টারম্যাকটি সদ্য নির্মিত হয়েছিল। সেই কারণেই বোধহয় বিপত্তি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিনের জন্য কেরল সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, বুধবার তাঁর শবরীমালা মন্দিরে যাওয়ার কথা ছিল। কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ায় সড়কপথেই তিনি রওনা দেন। এদিকে এই খবর শুনেই উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি লেখেন, ‘আজ সকালে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ। তাঁর দীর্ঘায়ু, সুস্থ জীবন কামনা করি।’