• জীবীকা দিদিদের সরকারি চাকরির মর্যাদা, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করার প্রতিশ্রুতি দিলেন তেজস্বী
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • পাটনা, ২২ অক্টোবর: ভোটমুখী বিহারে মহিলাদের জন্য বিশেষ ঘোষণা আরজেডি নেতা তেজস্বী যাদবের। মুখ্যমন্ত্রী জীবীকা দিদি প্রকল্পের আওতায় থাকা মহিলাদের সরকারি চাকরির স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। সঙ্গে তাঁদের মাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বলে জানালেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। তবে আরজেডি সরকার ক্ষমতায় এলে এই পদক্ষেপ নেবেন বলে আজ, বুধবার জানিয়েছেন তেজস্বী। এদিন এই বিষয়ে তিনি বলেন, ‘জীবীকা দিদিদের সঙ্গে কেমন অবিচার হয় সেটা সকলের জানা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সমস্ত জীবীকা দিদিদের সরকারি চাকরির মর্যাদা দেব ও স্থায়ী করব। ৩০ হাজার টাকা করে তাঁদের মাসিক বেতন হবে। এটা কোনও সাধারণ ঘোষণা বা প্রতিশ্রুতি নয়। জীবীকা দিদিদের এটা দীর্ঘদিনের দাবি।’সঙ্গে তেজস্বী এটাও বলেন, জীবীকা দিদিরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে ঋণ নিয়েছেন আগামী দু’বছরের জন্য তা মকুব করে দেওয়া হবে, যদি আমরা ক্ষমতাতে আসি। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই মহিলা ভোটব্যাঙ্কের দিকেই লক্ষ্য রয়েছে লালুর দলের। জীবীকা দিদিদের অতিরিক্ত ২০০০ টাকা ভাতা দেওয়া হবে ও ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তেজস্বী। শুধু তাই নয় তেজস্বী জানিয়েছেন, আরজেডি ক্ষমতাতে এলে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করে দেওয়া হবে। সঙ্গে বিহারের বিরোধী দলনেতা এও প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা ক্ষমতায় আসার ২০ মাসের মধ্যে প্রত্যেক বাড়িতে একজন করে সরকারি চাকরি করা যুবক বা যুবতী থাকবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যে বিশেষ আইন তৈরি করা হবে। 
  • Link to this news (বর্তমান)