• মূল্যবৃদ্ধির জেরে ভাইফোঁটার আনন্দে ধাক্কা, মাংসের দোকানে লম্বা লাইন
    দৈনিক স্টেটসম্যান | ২২ অক্টোবর ২০২৫
  • আসছে বাঙালি ভাই-বোনের প্রিয় উৎসব ভাইফোঁটা। বৃহস্পতিবার প্রতি বাঙালির ঘরোয়া এই উৎসবের চিরচেনা ছবি ফুটে উঠবে। কিন্তু এবছর সেই ছবিতে ছায়া ফেলেছে মুদ্রাস্ফীতির বাস্তবতা। বাজারের অগ্নিমূল্যের জেরে হেঁসেলের বাজেট যেন হাতের বাইরে চলে গিয়েছে। ফলে অনেক বাড়িতেই এবছর ঘটা করে নয়, বরং হালকা চালেই সারতে হচ্ছে ভাইফোঁটা।

    সোমবার ছিল কালীপুজো। আর এরপরে বৃহস্পতিবার পালন হবে ভাইফোঁটা। তার আগেই মঙ্গলবার থেকে নতুন করে চড়ছে বাজারদর। সবজি, মাছ, মাংস, এমনকি মিষ্টিতেও আগুন লেগেছে দামে। লক্ষ্মীপুজোর পর দিন পনেরো না কাটতেই হু-হু করে সবজির দাম বেড়েছে। রাজ্যের প্রায় সব বাজারেই এখন আলু কেজি পিছু ২০-২২ টাকা, পেঁয়াজ ৫০-৬৫ টাকা ,পটল ৬০-৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, টমেটো ৬০–৮০ টাকা কাঁচালঙ্কা ১২০-১৫০ টাকা, বাঁধাকপি ৪০-৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারেও হাহাকার। কাটা রুই ৩৫০ টাকা, গোটা রুই ২৫০ টাকা, কাটা কাতলা ৪০০ টাকা, গোটা কাতলা ৩০০ টাকা, পমফ্রেট ৪০০-৬০০ টাকা, বড় ইলিশ ১৮০০ টাকা, ছোট ইলিশ ৮০০ টাকা, চিতল ১২০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, মুরগি ১৮০-২৫০ টাকা, মটন ৮৮০-৯৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এক ক্রেতার কথায়, ‘ভাইফোঁটার দিনে ভাইয়ের জন্য পাতে সেরা খাবার দিতে চাই, কিন্তু বাজারে যা দাম, তাতে মাথায় হাত পড়ে গিয়েছে।’ মিষ্টির দামেও আগুন। দুধ, চিনি ও শ্রম খরচ বেড়ে যাওয়ায় রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা সবকিছুরই দাম আগের তুলনায় ১০-১৫% বেশি। সব মিলিয়ে, উৎসবের আমেজের মধ্যে এই মূল্যবৃদ্ধিতে চিন্তার ভাঁজ সাধারণের কপালে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)