কালীপুজোর রাতে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এক বৃদ্ধাকে। তিনি নির্যাতনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা বৃদ্ধাকে মারধর করেন। কোনোরকমে রক্তাক্ত অবস্থায় তিনি পালিয়ে যান। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ২৮ বছর বয়সি প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃদ্ধার পরিবার থেকে অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকাতে। অভিযোগ উঠেছে, কালীপুজোর রাতে বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে অভিযুক্ত বৃদ্ধার উপর চড়াও হন। বৃদ্ধাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃদ্ধা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে বৃদ্ধাকে মারধর করা হয়। গুরুতরভাবে আহত অবস্থায় মহিলা পালিয়ে যান। তিনি এখন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আলিপুরদুয়ারের পুলিশ আধিকারিক ওয়াই রঘুবংশী জানিয়েছেন যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। বৃদ্ধার ছেলে রাজেশ তামাং জানিয়েছেন যে, অভিযুক্ত যুবক আগেও একজন নাবালিকাকে ধর্ষণের দায়ে জেলবন্দী ছিলেন। ওই যুবক ছাড়া পেয়েছেন মাত্র দেড় বছর আগে। তাঁর মা পাশের গ্রামে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি দাবি করেছেন যে, অভিযুক্তকে যেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা দেওয়া হয়।