• জয়পুরে ভয়ংকর দুর্ঘটনা! গাড়ি-বাইকের সংঘর্ষে মৃত একই পরিবারের ৪
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা রাজস্থানের জয়পুরে। একটি চারচাকা গাড়ি এবং বাইকের সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত তিনটে নাগাদ রামপুরা কালভার্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, চারচাকা গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সেটি সামনে থাকা তিনটি বাইকে পর পর ধাক্কা মারে। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে তার ধাক্কায় মোটরবাইক তিনটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি ছ’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো। তাঁদের অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় এক মহিলা-সহ তিনজনের। জানা গিয়েছে, আহত এবং মৃতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। তাঁরা সিকর জেলার খাটুশ্যাম মন্দির থেকে ফিরছিলেন। হাসপাতাল সূত্রে খবর, আহত তিনজনের অবস্থা সংকটজনক।

    ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটি বেপরোয়া গতিতে ছিল। এর জরেই সেটি নিয়ন্ত্রণ হারায়। তবে ঘটনায় ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (প্রতিদিন)