• ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! মাঝপথেই মুম্বই ফিরল আমেরিকাগামী বিমান
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাওয়ার কথা ছিল আমেরিকার নেওয়ার্ক। নির্ধারিত সময় অনুযায়ী মুম্বই থেকে আকাশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান AI191। তবে মাঝআকাশেই যাত্রাপথ বদলে মুম্বই ফিরল বিমানটি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই মাঝপথ থেকে ফেরানো হয় বিমানটিকে।

    এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১.১৫ নাগাদ মুম্বই থেকে আকাশে উড়েছিল বিমানটি। এরপর ভোর ৫.৩০ নাগাদ বিমানটি মুম্বইয়ে অবতরণ করে। বিমান কর্তৃপক্ষের অনুমান, হয়ত বিমানটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। যার জেরেই সেটি জরুরি অবতরণ করানো হয়। সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। তাঁদের থাকার জন্য হোটেলেরও ব্যবস্থা করা হয়েছে। বিমানটিকে পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। মুম্বই থেকে নেওয়ার্কগামী ও নেওয়ার্ক থেকে মুম্বই আসার দুটি বিমানই বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

    উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বিমানে এহেন সমস্যা এই প্রথমবার নয়। সপ্তাহখানেক আগে মিলান থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান প্রযুক্তিগত সমস্যার কারণে বাতিল করা হয়। গত ১৭ অক্টোবর এয়ার ইন্ডিয়ার এই সমস্যার জেরে বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। এছাড়াও চলতি মাসের শুরুতে ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ধরা পড়ে। এই অবস্থায় বিমানটি জরুরি অবতরণ করে দুবাইয়ে। সেখানে সমস্যা শুধরে ফের দিল্লি যাত্রা করে বিমানটি।
  • Link to this news (প্রতিদিন)