• ব্রিটিশরাজ নয়, সনাতনের উপর সবচেয়ে বড় আঘাত ‘ইসলামিক রাজনীতি’, ফের সরব যোগী
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সনাতন ধর্মের উপর সবচেয়ে বড় আঘাত ছিল ‘ইসলামিক রাজনীতি’। যদিও এই বিষয়টি নিয়ে কথাই হয় না। দেশজুড়ে যখন দিওয়ালি পালিত হচ্ছে, সেই সময় ফের সনাতনের পক্ষে সওয়াল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    রাষ্ট্রীয় স্বয়ংসস্বেবক সংঘের শতবর্ষে উপলক্ষে মঙ্গলবার গোরক্ষপুরে ছিল ‘চিন্তা-পরিবার কুটুম্ব স্নেহ মিলন’ এবং ‘দ্বীপোৎসব থেকে রাষ্ট্রোৎসব’ শিরোনামে একটি অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখেন যোগী। তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরা সবচেয়ে বেশি লড়াই করেছেন ইসলামিক রাজনীতির সঙ্গে।” আক্ষেপের সুরে যোগী বলেন, ব্রিটিশরাজ নিয়ে, ফরাসি উপনিবেশ নিয়ে কথা হয়, যদিও ইসলামিক রাজনীতি নিয়ে কথা হয় না। যা আমাদের বিশ্বাসের উপর সবচেয়ে বড় আঘাত এনেছিল।

    অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রতিজ্ঞায় অটল থাকায় সংঘকে প্রশংসায় ভরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলগুলির বিরোধিতা সত্ত্বেও আরএসএস দৃঢ় সংকল্প ছিল।” সংঘ সদস্যদের আত্মত্যাগের কথা মনে করিয়ে যোগী আরও বলেন, “হাজারও বিধিনিষেধ সহ্য করেছে সংঘ। স্বেচ্ছাসেবকদের লাঠিচার্জ করা হয়েছে, তাঁদের লক্ষ্য করে গুলি চালানো পর্যন্ত হয়েছে। আজকের রামমন্দির তাঁদেরই দৃঢ় সংকল্পের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)