• বিকিনি পরে ঋষিকেশের গঙ্গায় ‘পূণ্যে’র ডুব! বিদেশি যুবতীর ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় ফুলের মালা। হাত জোড় করে প্রণাম করছেন বিকিনি পরিহিতা বিদেশি যুবতী। তারপর গঙ্গায় নেমে মালাগুলি ফেলে ডুব দিয়েছেন জলে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তারপরই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া। কেউ কেউ যুবতীকে সমর্থন করে বলছেন, তাঁর কোনও খারাপ অভিপ্রায় ছিল না। একাংশ বলছে, এই ভাবে স্নান করা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে।

    ঘটনাটি ঋষিকেশের লক্ষণ ঝুলার। এখানে প্রায় প্রতিদিনই প্রচুর বিদেশি পর্যটকরা আসেন। আসেন ভক্তরাও। পবিত্র গঙ্গায় ডুবও দেন তাঁরা। সেই রকমই এক বিদেশি এসে গঙ্গায় স্নান করেন। তিনি বিকিনি পরে ছিলেন। তাঁর গঙ্গায় ডুব দেওয়ার সেই ভিডিও রীতিমতো ভাইরাল।

    ভিডিওটিতে দেখা গিয়েছে, যুবতী বিকিনি পরে গঙ্গার সামনে দাঁড়িয়ে। গলায় মালা। তিনি হাত জোড় করে প্রণামের ভঙ্গি করে জলে নামেন। তারপর গঙ্গায় মালাগুলি ভাসিয়ে, ডুব দিয়ে সাঁতার কাটেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

    নেটনাগরিকদের একাংশ বলছে, এইভাবে স্নান করা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে। বিদেশিনী স্নানের পোশাক পরে গঙ্গায় স্নান করায় মা গঙ্গার পবিত্রতা ভঙ্গ হয়েছে বলে দাবি তাঁদের। পাশাপাশি একে অবমাননাকর বলেও সমালোচনা করেছে হিন্দুত্ববাদী কিছু এক্স হ্যান্ডেল। একজন মন্তব্য করেছেন, ‘আমি ভাবছি, কেন এদের থামানো হচ্ছে না। কোনও ভারতীয় মহিলা এই রকম করলে তিনি গ্রেপ্তার হতেন। বিদেশি বলে তাঁকে ছাড় দেওয়া হচ্ছ।’

    অন্যদিকে অনেকে যুবতীর পাশে দাঁড়িয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘মেয়েটির কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেই মনে হয়েছে।’ অন্য আরেকজন আবার পুরুষদের স্নানের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, ‘পুরুষরা যখন অন্তর্বাস পরে স্নান করেন তখন কিছু হয় না?’
  • Link to this news (প্রতিদিন)