• দলিত অসুস্থ বৃদ্ধকে প্রস্রাব চাটানোর অভিযোগ, যোগীরাজ্যে বর্বরতায় সরব কংগ্রেস-সপা
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আধুনিক’ ভারতে দলিতের উপর অত্যাচার অব্যাহত। এবারের ঘটনা উত্তরপ্রদেশের লখনউ শহরতলির। সেখানে একটি মন্দিরের কাছে দলিত অসুস্থ বৃদ্ধকে প্রস্রাব চাটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। যেহেতু খানিক আগে সেখানে তিনি প্রস্রাব করে ফেলেন! ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। মূল অভিযুক্ত স্বামী কান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। ৬০ বছরের রামপাল রাওয়াতকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। বৃদ্ধের নাতি মুকেশ কুমার অভিযোগ করেন, কাশতে কাশতে অনিচ্ছাকৃত ভাবে বাথরুম করে ফেলেন দাদু। এরপর তাঁকে ওই প্রস্রাব চাটতে বাধ্য করা হয়েছে। যদিও অভিযুক্ত ব্যক্তির দাবি, দলিত বৃদ্ধকে কেবল মাটি ছুঁতে বাধ্য করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত এবং নিগৃহিতকে। বিজেপিশাসিত রাজ্যে দলিতের উপর অত্যাচারের ঘটনায় বিরোধী দলগুলি তোপ দাগছে গেরুয়া দলকে।

    এক্স হ্যান্ডেলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, “কেউ ভুল করতে পারে, তাই বলে অপমানজনক এবং অমানবিক শাস্তি দেওয়া যায় না। মানসিকতার পরিবর্তনই কেবল সামাজিক পরিবর্তন আনতে পারে।” কংগ্রেসের দাবি, অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। তারা এক্স হ্যান্ডেলে লিখেছে, “লখনউতে সংঘের কর্মী প্রবীণ দলিত ব্যক্তিকে তারই প্রস্রাব চাটতে বাধ্য করেছে।” যদিও পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সংঘের সদস্য নন। তাতেও বিতর্ক বাগে আসছে না। চাপে যোগী আদিত্যনাথ সরকার।
  • Link to this news (প্রতিদিন)