• মদ্যপ অবস্থায় বচসায় যুবককে পিটিয়ে খুন! মহেশতলায় গ্রেপ্তার ২ ভাই
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সুরজিত দেব, ডায়মন্ড হারবার: মদ্যপ অবস্থায় রাস্তায় কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে বচসা! সেই ঘটনার প্রেক্ষিতে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল। খুনের অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে মহেশতলার গোপালপুর মালিপাড়ায় ওই ঘটনা ঘটেছে। ১৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় কালীপুজো হয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে ওই পুজো মণ্ডপের সামনেই ছিলেন চিরঞ্জিত মিত্র, শুভঙ্কর মিত্র, বরুণ মণ্ডল। চিরঞ্জিত ও শুভঙ্কর সম্পর্কে দুই ভাই। বরুণ তাঁদের বন্ধু। রাত ১১টা নাগাদ বছর ৪০-এর বরুণের সঙ্গে দুই ভাইয়ের কোনও বিষয় নিয়ে বচসা বাঁধে বলে অভিযোগ। অভিযোগ, দুই ভাই বরুণকে কার্যত রাস্তায় ফেলে মারধর করেন। অভিযোগ, বরুণের বুকে একাধিক লাথি মারা হয়। শুধু তাই নয়, বরুণকে লাঠি, ঘুসি মারা হয়!

    স্থানীয়রা জখম ওই যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক আগেই মারা গিয়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। দুই ভাইকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। বচসার জেরে ধাক্কাধাক্কি হয়। সেসময় রাস্তায় পড়ে গিয়েছিলেন ওই যুবক। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়। রাতেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
  • Link to this news (প্রতিদিন)