উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসক ‘নিগ্রহে’ গ্রেপ্তার আরও ১, ধৃত বেড়ে ৩
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনে গ্রেপ্তার আরও এক। শেখ সম্রাট নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ধৃত বেড়ে ৩।
সোমবার সন্ধ্যায় হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে এক রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযোগ ওঠে চিকিৎসককে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। তদন্তে নেমে এক ট্রাফিক হোমগার্ড-সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার আরও এক অভিযুক্ত সম্রাটকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা।
উল্লেখ্য, সোমবার দুপুরে উলুবেড়িয়ার খড়িয়া ময়নাপুর এলাকার এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় এক জুনিয়র মহিলা চিকিৎসক রোগীর পরীক্ষা-নিরীক্ষার করতে যান। কিন্তু রোগীর একাধিক সমস্যার কারণে ওই চিকিৎসক যথাযত শারীরিক পরীক্ষা করতে পারেননি। তিনি প্রাথমিক পরীক্ষা করেই ফিরে আসেন। তারপরই রোগীর হোমগার্ড আত্মীয় ও তাঁর দুই প্রতিবেশী রোগীর বর্তমান অবস্থার সম্পর্কে জানতে চান। চিকিৎসক সবটা জানাতেই বচসা শুরু হয়। রোগীর আত্মীয়রা সেই সময়ই পরীক্ষা করার দাবি করতে থাকেন। অভিযোগ, সেই সময় হঠাৎই ওই মহিলা চিকিৎসককে হোমগার্ড-সহ তিনজন চড় থাপ্পড় মারতে শুরু করেন। তাঁরা মহিলা চিকিৎসকের হাতও মুচড়ে দেন বলে অভিযোগ। এমনকী অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চিকিৎসক হাসপাতালের বাইরে বেরলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। নিগৃহীত চিকিৎসককে নিয়ে আসা হয় উলুবেড়িয়া থানায়। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্ত ট্রাফিক হোমগার্ড ও আর একজনকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হল। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।