• মিরিকের কাছে ভয়াবহ দুর্ঘটনা, ব্রেক ফেল করে খাদে গাড়ি, মৃত ৪
    এই সময় | ২২ অক্টোবর ২০২৫
  • ফের পাহাড়ে দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পানিঘাটার নলদারায় এই ঘটনা ঘটে। মিরিক থেকে একেবারেই কাছে এই নলদারা। গাড়ির ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা বলে খবর।

    একটি যাত্রিবাহী জিপ ১২ জনকে নিয়ে মিরিক থেকে ভারত-নেপাল সীমান্তের কাঁকরভিটায় যাচ্ছিল। সেই সময়ে নলদারায় অন্য একটি গাড়িকে রাস্তা দিতে গেলে ব্রেক ফেল করে সোজা ১৫০ ফুট খাদে গিয়ে পড়ে। মৃতদের মধ্যে দু’জন নেপালের বাসিন্দা। অন্যজন নকশালবাড়ি জাবরাভিটার বাসিন্দা। আরেক জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

    আহতদের মিরিক, পানিঘাটা এবং নকশালবাড়ি হাসপাতালে আনা হয়েছে। জাবরাভিটার বাসিন্দা সঞ্জু ছেত্রী বলেন, ‘চার জন মারা গিয়েছে বলে শুনছি। আহতদের অবস্থাও গুরুতর। মৃতদের মধ্যে আমাদের জাবরাভিটার একজন বাসিন্দা রয়েছেন।’

    গত সপ্তাহেই দার্জিলিং থেকে নকশালবাড়ি যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে ২ জনের মৃত্যু হয়। পাঙ্খাবাড়ি যাওয়ার পথে সেই দুর্ঘটনা ঘটে। ফের পাহাড়ি খাদে পড়ল গাড়ি।

    (রিপোর্টিং: সঞ্জয় চক্রবর্তী)

  • Link to this news (এই সময়)